1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

নষ্ট নগরী / মোঃ হাসান মাহমুদ (হাসান)

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

নষ্ট নগরী
– মোঃ হাসান মাহমুদ (হাসান)

নষ্টা নারীর মতো, এই নষ্ট নগরী

কেড়েছো ঘুম আমার
তুমি রাতের আধারে
নিয়ন আলোতে সাজিয়েছো তোমারে,
শুধু কংক্রিটের জঞ্জাল।

বুক ভরা হাহাকার
আমার ঘুম কেড়ে নেয়
আঁধারের অলিতে-গলিতে থাকা
বেওয়ারিশ কুকুরের চিৎকার।

নষ্টা নারীর মতো —
রূপের পসরা তোমার
আমি ঘুমাতে পারি না
এ আবাস — নয় আমার।

ইট-পাথরের ইমারতে তুমি
কেড়ে নিয়েছো ভোর
নেই সতেজ হাওয়া, অক্সিজেন —
আজব নেশার ঘোর।

নেই পাখপাখালির গান
নেই সজীব সে উদ্যান
শুধুই ছলনা তুমি,
ফিরিয়ে দাও আমার অম্লান প্রাণ।

নষ্টা নারীর মতই
এই নষ্ট নগরী
তোমার পথে পথে ক্ষুধার্ত শিশুর কান্না
ছিন্ন বস্রে মলিন মুখে কিশোরী;

প্রাসাদ প্রতিম অট্টালিকায় নগ্ন রমণীর
অশ্লীল নৃত্য।
নীল আলোতে মাতাল ধনী —
গরিব এখানে ভৃত্য।

নষ্টা নারীর মতো, এই নষ্ট নগরী।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট