অনন্তের ডাক
এইচ.এম.জুনাইদুল ইসলাম
পুব আকাশে যখন ওঠে নতুন দিনের আলো,
মনে হয় যেন জীবনের শুরু হলো ভালো।
ধীরে ধীরে ফোটে একটি কলি চুপ করে,
যেন শেখায়, সময় হলেই সৌন্দর্য ঝরে।
নদীর স্রোত বয়ে যায় আপন খেয়ালে,
যেন জানায়, জীবনও চলে তার তালে।
পাখিদের ঝাঁক উড়ে যায় দূর দিগন্তে,
যেন ডাকে, বাঁধন ছেড়ে যেতে হবে অনন্ততে।
রাতের আকাশে চাঁদ দেয় শান্ত এক রূপ,
যেন শেখায়, নীরবতাতেও আছে স্বরূপ।
প্রকৃতির এই ছবি, কত কথা কয় কানে,
যা মিশে থাকে যেন গভীর কোনো মানে।
এই বিশ্ব এক বিশাল পাঠশালা যেন,
যেখানে প্রতিনিয়ত পাই নতুন জ্ঞান।
প্রকৃতির প্রতিটি রূপে জীবনের ইশারা,
যা অনুধাবন করলে ফোটে অন্তরে ধারা।