1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

কবিতা – পত্রমিতা

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

পত্রমিতা

যদি একা একা লাগে,
কষ্ট পাও অন্য কোনো আবেগে—
পত্র দিও, পত্রমিতা
পত্র দিও সেই পুরনো খামে।

যদি মন খারাপ লাগে, ফিরে এসো,
যদি তুমি অশ্রু জলে ভাসো—
যদি এখনো আমাকে ভালোবাসো,
তবে চুপিচুপি ফিরে এসো।

পুরনো ঠিকানায় পত্র দিও,
পত্রমিতা, দয়া করে একটা পত্র দিও।
তোমার কষ্টগুলো ভরে দিও তাতে,
আমি কুড়িয়ে নেব দু’হাত পেতে।

বিরহ যদি পোড়ায় তোমায়,
যদি অনুখণে মনে পড়ে যায়—
পত্র দিও, ভালোবাসার দায়
দয়া করে একটা পত্র দিও আমায়।

কবি – মোঃ হাসান মাহমুদ (হাসান)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট