স্বপ্নে মাতাল কাজী ছাব্বীর
তুমি আমার চেতন ঘুমে মগ্ন মাতাল স্বপ্ন ছিলে
বেঘোর নেশায় ফাগুন গুলো নগ্ন হাতে কেড়ে নিলে
নস্ট ভেবে কষ্ট দিয়ে নস্ট হাতেই নস্ট হলে
এখন আমি দুঃখ বুঝিনা,সুখ খুঁজিনা নকল নেশায়
কষ্টবোধক শব্দ ছাড়া ফেল করেছি সব পেশায়