1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

কবিতা – বসন্ত কোকিল / মোঃ হাসান মাহমুদ (হাসান

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বসন্ত কোকিল

মোঃ হাসান মাহমুদ (হাসান)

বসন্ত কোকিলের গানে
পড়ো না তার প্রেমে
তুমি কষ্ট পাবে।

সে আসে বসন্ত বাগানে,
বাসা বাঁধে না কোনো এক ডালে —
পুড়বে তোমারে বিরহ দহনে।

ভ্রমরার গুনগুন গানে
মন দিও না তার পানে,
কালো ভ্রমর জানে না প্রেমের মানে।

তুমি কষ্ট পাবে,
মধু ফুরালে উড়ে যাবে
অন্য কোথাও, অন্য কাননে।

ভুলে যাও কোকিল, ভ্রমর,
ফিরে আসো তুমি —
শূন্য তোমার ঘর।

চাতক প্রাণে
পিপাসা মেটে না তো
বিনা মেঘের বরিষণে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট