1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

কবিতা – পাগলপারা / নাসরিন ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
nasrin
nasrin

পাগলপারা / নাসরিন ইসলাম

মন খারাপ’র দেশে ভ্রমন শেষে উড়ে
এসে রবো নক্ষত্র চৌধুরী’র বলয় ঘিরে,
সঙ্গী হবে আকাশ-বাতাস ঐ ধূলোঝড়
লাল গালিচায় পা দুখানি করবে যে ভর।

চন্দ্র সূর্য তারা ওরা হবে আত্মহারা
মহানন্দে ছুটাছুটি হুড়োহুড়ি,
শ্বেত-শুভ্র মেঘের শিমুল তুলো ছুঁয়ে
ছুঁয়ে, উড়ি ফুঁড়ি হবো ঐযে ইচ্ছেঘুরি!

ছুটে আসবে ধূলো ঝড়োহাওয়া
করবে আমায় দিক দিশেহারা,
অথৈ পাথারে তড়িঘড়ি ভাসাবো তরী
অমৃত সূধা কব্জা ভরে পাগলপারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট