1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

বিষাক্ত চুম্বনে / মোঃ হাসান মাহমুদ (হাসান)

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিষাক্ত চুম্বনে
– মোঃ হাসান মাহমুদ (হাসান)

সর্পিল আলিঙ্গনে,
বিষাক্ত চুম্বনে—
বিশ্বাসে যে বিষ করেছি পান,
সে বিষে জ্বলে যায় প্রাণ।

দুঃখ কেন করিস মন?
এত দুঃখ কিসের তোর?
কাঁদে কেন মন তোর—
সে করেছে তোরে পর।

যার জন্য তুই কাঁদিস রে,
সে কাঁদে কি তোর তরে?
মন দিয়েছিস যারে,
মন ভেঙে সে তিলে তিলে মারে।

ঘর বেঁধে রাখলি যারে,
বিশ্বাসের সেই ঘরে—
মিথ্যা স্বপ্ন ঘোরে,
অবিশ্বাসী সে আঘাত করে তোরে।

দেখায় চাঁদের জোছনা,
ছলনাময়ীর নিষ্ঠুর ছলনা—
পুড়ে ছারখার, তবু মন মানে না;
পোড়া হৃদয় কভু দুঃখ ভোলে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট