1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

বৃষ্টি আলাপন -কামরুন নেসা লাভলী

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
বৃষ্টি আলাপন
কামরুন নেসা লাভলী
তোমাকে শুনবো বলে
আমি প্রতিদিন অপেক্ষা করি
তোমার সেই কঠিন আবদার
আর মায়াবী কন্ঠ স্বরটি
শুনবো বলে ,
মিষ্টি সকাল অথবা তৃষ্ণাার্ত দুপুরে
কখনো বা পেলব মাখা বিকেল
হয়তো বা গোধূলি সন্ধ্যায়
কিংবা মাদকতা ভরা পূর্নিমা রাতে
আমি কান পেতে রই,
সে-ই প্রতিক্ষিত বৃষ্টি ফোনে হবে
আমাদের আলাপন
আমরা দু’জন নিশ্চুপ ভেজাবো মন
এ-ই বৃষ্টি আলাপনে —
ঝমঝম বৃষ্টির তাল কেটে
বেসুর জলোচ্ছ্বাসের বানে
ভাসাতে ভাসতে আমরা
চলে যাবো হৃদয় প্রসবনে —
আহা! কি সরোবর
জলকেলিতে হারাবো দু’জন দু’জনাতে ।।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট