
নৃতত্ত্বের গন্ধমাখা কবিতা
তমিজ উদদীন লোদী
পাথরের ফেলে যাওয়া কুড়ালে
জেগে আছে আদিম সূর্যের স্বাদ—
হোমো ইরেক্টাসের পায়ের ছাপ
বয়ে নিয়ে যায় সময়ের গাধা।
ইথিওপিয়ার রোদে পোড়া গল্প—
নিয়ান্ডার্থালের চোখে জমে থাকা
অগ্নি ও শিকারের দৃশ্যপট।
গুহার দেয়ালে আঁকা হাতের ছাপ
প্রথম স্বাক্ষর, প্রথম কবিতা—
মাটি খুঁড়ে পাওয়া মৃৎপাত্রে
জেগে আছে সভ্যতার চিতা।
হাড়ের গহ্বরে জমে থাকা ডিএনএ
কাঁপে আজও আমার রক্তে—
আফ্রিকার সাভানায় যেন
ফিসফিস করে হোমোসেপিয়ান্সের মতো!
পাথর-হাত-আগুন-ভাষা
একই সুতোয় গাঁথা—
আমার কোলাজেন আর তোমার হাড়
একই নৃতত্ত্বের সাক্ষাৎকার।
কে যেন ফিসফিস করছে
আমরা সবাই একই আদিম কাদার সন্তান ।
Like this:
Like Loading...
Related