1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

দূরের আকাশে তাঁরা হব- কামরুন নেসা লাভলী

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

দূরের আকাশে তাঁরা হব
কামরুন নেসা লাভলী

আজ ব্যাথাটা বড্ড বেশি লাগছে
বুকের ঠিক মধ্য খানে ধীরে ধীরে
বেড়েই চলছে ব্যাথাটা ,

আমার হাতটা একটু ছুঁয়ে দেখ
কেমন নিরব নিথর স্পন্দন হীন
ললাট বেঁয়ে গড়িয়ে পড়ছে ঘাম
তুমি ঘর্মাক্ত ক্লেশ দূর করলে
আলতো চুমু দিয়ে কপালে।

নির্ঘুম আমি তোমার কোলে মাথা রেখে
চলেছি কোথায় কোন সুখ স্মৃতি রোমন্থনে
আমার মাথার সিঁথিতে এপাশ ওপাশ
চুলে বিলি কাটছো ——

তোমার চোখ দিয়ে নিশ্চুপ অশ্রু ঝরছে
তাঁর -ই এক ফোটা জল আমার কপালে
পড়তে -ই আমি তোমার মুখ পানে তাকিয়ে
মৃদু হেসে উঠলাম —– অথচ
আমার ভেতরটা দুমড়ে মুচড়ে
একেবারে নিঃস্ব হয়ে গেল ।

কি করবো আমি বল ?
বড় ইচ্ছে ছিল তোমায় নিয়ে
বাঁধবো সুখ সপ্ন নীড়
কিন্তু তা আর হল না ,

তুমি আমার মনটাকে একবার
শুধু একবার ছুঁয়ে দেখ
তবেই বুঝিবে এ ব্যাথা ভার।

আর কিছুটা সময় পাওয়া যাবে কি ?
তোমায় যে ছেড়ে যেতে ইচ্ছে হয় না
বড় কষ্ট প্রিয় —

শেষ লগ্ন বড়ই কঠিন প্রহর তাই তো , প্রিয়
আমি যখন দূরের আকাশে তাঁরা হব
তখন নির্জনে তুমি কি
খানিকটা সময় হারাবে নিজেকে
খুব কাছে পেতে
চাইবে কি আমায় ?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট