1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

সুখ-শান্তি ভালোবাসা – অথই নূরুল আমিন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

সুখ-শান্তি ভালোবাসা
– অথই নূরুল আমিন

মানব সৃষ্টির আদিম যুগ থেকেই, সকল মানুষ
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সুখ-শান্তি ভালোবাসায়
এরকম ভাবনাটাই, সকল মানুষ অন্তরে পোষে
মানবজাতি সবাই যেন, একা একাই সুখী হতে চায়।

এখানে আমরা সবাই ঐক্য নই, হিংসা অহংকার
শক্তির ঝনঝনানি, অর্থ-বিত্তের দেমাগও চরমে
আমরা সবাই সুখ-শান্তি ভালোবাসা খুঁজছি ঠিকই
কিন্তু গোপনে, একা একা, কেউ যেন না জানে।

এই যে ছলনা, চালাকি, এটা নিজের সাথে প্রতারণা
নিজে সুখী হতে চাই, কিন্তু অন্যের সুখ সহ্য হয় না
সুখ-শান্তি ভালোবাসার ক্ষেত্রে, সবার বদহজম!
সবসময় হীনমন্যতা, এ যেন আগুনের মৌসুম।

আমরা সবাই সুখ চাই, শান্তি চাই, ভালোবাসা চাই
কবি বলে, সুখ-শান্তি ভালোবাসা মাধ্যম ছাড়া হয় না
আর আমরা বেকুবের মতো, সারাজীবন নষ্ট করছি
সেই মাধ্যম, যে মাধ্যম থেকে ভালোবাসা পাওয়া যায়।

একাকিত্ব হচ্ছে বিষণ্নতার সমান, জ্যান্ত মরা বলা যায়
অথচ থাকতে চাই একা একা, সুখ খুঁজছি মনে মনে
এ যেন আহাম্মকের সমাজ, মানসিকতায় অভাব
চাষ করছি টক ফল, খেয়ে বলছি মিষ্টি কই?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট