1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

কবিতা – “তুমি” /ইকবাল জিল্লুল মজিদ

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

“তুমি”

ইকবাল জিল্লুল মজিদ

তুমি এসেছিলে নিঃশব্দ বিকেলের আলোয়,
মনের আঙিনায় ঢেলে দিলে এক স্বপ্নের ঢেউ।
তোমার চোখে ছিলো এক অজানা আহ্বান,
যা এক মুহূর্তেই আমার হৃদয়কে করে তুললো বন্দী।

তুমি বলোনি কিছু, তবুও তোমার নীরবতা
শব্দ হয়ে বাজলো আমার প্রতিটি অনুভবে।
তোমার চুলে লেগে থাকা বাতাসের গন্ধে
আমি খুঁজে পেয়েছি এক অনন্ত মুগ্ধতা।

তুমি মানেই এক নির্ভর সকাল,
যেখানে দিনের শুরু হয় তোমার হাসির আলোয়।
তুমি মানেই এক শান্ত বিকেল,
যেখানে ক্লান্ত হৃদয় ফিরে পায় ঘরের মতো প্রশ্রয়।

তুমি আমার কবিতার অক্ষর, গানের সুর,
তুমি ছুঁয়ে গেলে জেগে ওঠে প্রেমিক মন।
তোমার উপস্থিতিই যেন রঙিন করে তোলে
আমার একঘেয়ে দিনের প্রতিটি মুহূর্ত।

তুমি…
একটা নাম, একটা অনুভব, এক জীবনের ঠিকানা—
যেখানে আমি বারবার ফিরতে চাই, হারিয়ে যেতে চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট