রাজার নীতি বনাম জনতার ক্ষুধা
হাসান মাহমুদ
আমি গণতন্ত্র বুঝি না,
আমি স্বৈরতন্ত্রও বুঝি না।
রাজা কিংবা রাজতন্ত্র—
আমার চোখে রাজা-প্রজা সবই সমান।
আমার কাছে সবার আগে মানুষ।
কোনো রাজনৈতিক সমাবেশে
মিছিলে আমি দেখেছি ক্ষুধার্ত মুখ।
এ মিছিল ক্ষুধার্তের,
এ রাজনীতি—ক্ষুধার রাজনীতি।
নষ্ট রাজনীতি!
রাজার রাজখড়গ, শাসকের শোষণ—
চিরকালই করেছে পীড়ন
এই জনতা সাধারণকে।
শাসকের ক্ষমতার ক্ষুধা—
মেটাবে কি খোদা?
আমি চাই এক ক্ষুধামুক্ত পৃথিবী—
আমার রক্তের বিনিময়েও যদি হয়,
আমি চাই কিশোরীর লজ্জা ঢাকার কাপড়।
সেটা যদি হয় আমার কাফনের কাপড়—
তবুও হোক!