1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

শ্রাবণ মেঘের দিনে-তৌহিদুল ইসলাম কনক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
কনক
কনক

শ্রাবণ মেঘের দিনে

তৌহিদুল ইসলাম কনক

এখন কদমফুলের সুবাস এই বর্ষায় ছড়িয়ে পড়ে
আমি ময়ূরপঙ্খী হয়ে যাই, স্পর্শ করি বৃষ্টিকে
মানে না মেঘের গর্জন, শহরটা ভিজে যায়
আমিও ভিজতে থাকি শ্রাবণের বৃষ্টিতে।

নদীর বুকে বৃষ্টি রিমঝিম গান গাইতে থাকে
টাপুর টুপুর শব্দে নূপুর বেজে ওঠে
সাদা বকের পালক মোড়ানো ক্যানভাসে,
গভীর রাতেও সোনা ব্যাঙের লাফালাফি
তুমুল বর্ষায় ভিজে যায় মন।

কদমফুলে তোমার কালো চুলে ঘ্রাণ ছড়ায়
বর্ষায় এসে ভালোবেসে বৃষ্টি আমাকে জড়ায়
শ্রাবণ মাসে তুমি থেক পাশে, মেঘে মেঘে ভাসবো
আমি শ্রাবণ, তুমি বৃষ্টি—বারবার ফিরে আসবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট