1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

কবিতা – প্রতিবাদী কলম / এইচ.এম.জুনাইদুল ইসলাম

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

প্রতিবাদী কলম
এইচ.এম.জুনাইদুল ইসলাম

আমার কলম আজ আগুন ঝরায়, নীরব নয় সে আর,
যতো মিথ্যে ইতিহাস আছে, সব করবে অস্বীকার।
শব্দেরা আজ অস্ত্র হয়ে, ছুটে চলে দিকে দিকে,
অন্ধকারের বুক চিরে আলো, আসবে নতুন এক ঠিকানাতে।

বইয়ের পাতায় জমছে ধুলো, বিবেকেতে ধরেছে শ্যাওলা,
মিথ্যের জালে বিবেক বন্দী, বলছে না কোনো কথা।
যতো অন্যায়, যতো অবিচার, করবো না তা মেনে,
আমার কলম রুখে দাঁড়াবে, লিখবে নতুন করে।

শিক্ষা আজ পণ্য হয়েছে, বিবেক হয়েছে বিকল,
টাকার কাছে বিক্রি হচ্ছে জ্ঞান, নীতির প্রতিপাল।
এই আঁধারের জাল ছিঁড়ে আমি, আনবো নতুন ভোর,
মেধার আলোয় আলোকিত হবে, আমার এই দেশ ঘর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট