প্রতিবাদী কলম
এইচ.এম.জুনাইদুল ইসলাম
আমার কলম আজ আগুন ঝরায়, নীরব নয় সে আর,
যতো মিথ্যে ইতিহাস আছে, সব করবে অস্বীকার।
শব্দেরা আজ অস্ত্র হয়ে, ছুটে চলে দিকে দিকে,
অন্ধকারের বুক চিরে আলো, আসবে নতুন এক ঠিকানাতে।
বইয়ের পাতায় জমছে ধুলো, বিবেকেতে ধরেছে শ্যাওলা,
মিথ্যের জালে বিবেক বন্দী, বলছে না কোনো কথা।
যতো অন্যায়, যতো অবিচার, করবো না তা মেনে,
আমার কলম রুখে দাঁড়াবে, লিখবে নতুন করে।
শিক্ষা আজ পণ্য হয়েছে, বিবেক হয়েছে বিকল,
টাকার কাছে বিক্রি হচ্ছে জ্ঞান, নীতির প্রতিপাল।
এই আঁধারের জাল ছিঁড়ে আমি, আনবো নতুন ভোর,
মেধার আলোয় আলোকিত হবে, আমার এই দেশ ঘর।