বৃষ্টির কামনায়
স্বর্ণা তালুকদার
রোদের ঝলকানি তীব্র গ্রীষ্মের বেলাতে
এক পসলা বৃষ্টি আসার অপেক্ষাতে
বৃষ্টির নেই দেখা,বরষা যে এলো হায়
তবু প্রখর তাপে,প্রকৃতি দেখি তাই,
ঝুমঝুমে বৃষ্টি হিমশীতল বাতাস চাই
বসে আছি খোলা জানালায়।
এলো বৃষ্টির রিমঝিম মুক্তা ঝরা আকাশ
যেন নৃত্যের ছন্দে মোহনায় মুগ্ধ এলোমেলো বাতাস।
ডাকে ভিজতে বৃষ্টিতে ইশারায়,
মুষলধারা বৃষ্টিতে পুলকিত চারিধারা
মিটলো পিপাসা অানন্দিত বৃষ্টিধারা
বৃষ্টিতে ধুয়ে যাক ধরণীর কালিমা যত
হৃদয় ও যেন হয় বর্ষণে পবিত্র,
দেখতে দেখতে বৃষ্টি নিল বিদায়
গুনগুনিয়ে মনটা ছুঁয়ে যায়।