“কালো কাজলের আঁধার”
হাসান মাহমুদ
কেন আখিঁ জলে ছলছল,
প্রিয়া, আখিঁ তোলো—
তোমার ঐ কালো কাজল
মেঘে ঢেকে দিল আলো।
আখিঁ তোলো।
তোমার আখিঁ-জল যদি
মুছে ফেলে কাজল আজি,
চারিদিকে নামে আঁধার,
ব্যথায় ভরে হৃদয় আমার—
দয়া করে আখিঁ তোলো।
তুমি যদি দাও একটু হাসি,
কিঞ্চিৎ আমায় ভালোবাসি—
মেঘ কাটে যায় হৃদয়-আকাশে,
আধার সরে আলো ফিরে আসে;
দয়া করে ভালোবাসা দিও।