বৃষ্টি ছেয়া
স্বর্ণা তালুকদার
সুপ্ত মেঘ বৃষ্টির কামনা র দহনে
পিপাসা নোঙর ফেলে গহীনে
শ্বাস রুদ্ধকর উষ্ণ বায়ুর আঁখি তে
নদীতে উঠা,জেয়ার ভাটিতে
স্রোতধারা নিক্কন বাজে জলে,
প্রজাপতির মনন সুরভি ফুলে
বৃষ্টি প্রেম বিলাসি রজনী তে
জোন্সনা আলো মাখে গায়ে
আষাঢ় শ্রাবণ ঋতু বদলে
পাখিরা গায় সুকন্ঠে কলরোলে।