
অসুন্দরের বার্তা
আমির হোসেন চৌধুরী
যত সুন্দর মনে হয় চারিপাশ
আসলে তা নয়,
মনের ভিতরে লুকিয়ে থাকা রূপটি
না যায় বোঝা একটু
না যায় জানা।
তবে যার যেমন কর্ম যেমন স্বভাব
তার কিছু অংশ ভেসে বেড়ায়
লোক সম্মুখে চেহারায়,
বোঝা যায় তা
স্পর্শে সংস্পর্শে থাকায়।
Like this:
Like Loading...
Related