
আজ আত্মার মুক্তি
আমির হোসেন চৌধুরী
আমি কি ? কে ? কেনো ?
শুধুই আয় ব্যয়, লাফালাফি, আর অনুভূতি
এই যে আত্মা তোমাকে দিলাম মুক্তি,
কি হবে ধরে রেখে মনে ব্যাঘাতে!
এর যে নেই কোনো যুক্তি।
তুমি স্বাধীন, তুমি কেমন যেন!
কখন যে চলে যাবে মনের অজান্তে
হয়তো তা আমরা বুঝতেই পারবো না!
তবুও এই যে, তোমাকে দিলাম মুক্তি।
আজ মাঝে মাঝে নিজেকেই বিশ্বাস হয় না
কেমন যেন শূন্য শূন্য লাগে!
কেমন যে কথা!কেমন যে চলাফেরা!
এই যে আত্মা, তুমি কেমন কেমন যেন করছো!
তুমি কি চলে যাবে এখনই?না!
বুঝতে পারি হাসানের মাঝে কি!আর আমার!
শুধু দেহের অনুভূতি, ঘুমালে যেন না
এই যে আত্মা তুমি চলে গেলে কি হবে?
এই আমি,এই তুমি,কেমন কেমন জানি!
কোথায় ছিলাম,কোথায় যাবো,কি হবে?
আজ শুধু মনে হাজারো প্রশ্ন করি আমি।
তাপরও আত্মা আজ তোমাকে দিলাম ছুটি
তোমাকে ধরে রাখার সাধ্য,ইচ্ছা আর জোড়
কারো হবে না একটুও কখনো,
তাই আত্মা তোমার মনের মতন করে
চল একে একে যেমন খুশি তেমন করে,
তাইতো তোমাকে স্বেচ্ছায় দিলাম মুক্তি
কেনোনা! তুমিতো শুনবে না কারো যুক্তি।
Like this:
Like Loading...
Related