1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

কবিতা – আজ আত্মার মুক্তি / আমির হোসেন চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে
আজ আত্মার মুক্তি
আমির হোসেন চৌধুরী
আমি কি ? কে ? কেনো ?
শুধুই আয় ব্যয়, লাফালাফি, আর অনুভূতি
এই যে আত্মা তোমাকে দিলাম মুক্তি,
কি হবে ধরে রেখে মনে ব্যাঘাতে!
এর যে নেই কোনো যুক্তি।
তুমি স্বাধীন, তুমি কেমন যেন!
কখন যে চলে যাবে মনের অজান্তে
হয়তো তা আমরা বুঝতেই পারবো না!
তবুও এই যে, তোমাকে দিলাম মুক্তি।
আজ মাঝে মাঝে নিজেকেই বিশ্বাস হয় না
কেমন যেন শূন্য শূন্য লাগে!
কেমন যে কথা!কেমন যে চলাফেরা!
এই যে আত্মা, তুমি কেমন কেমন যেন করছো!
তুমি কি চলে যাবে এখনই?না!
বুঝতে পারি হাসানের মাঝে কি!আর আমার!
শুধু দেহের অনুভূতি, ঘুমালে যেন না
এই যে আত্মা তুমি চলে গেলে কি হবে?
এই আমি,এই তুমি,কেমন কেমন জানি!
কোথায় ছিলাম,কোথায় যাবো,কি হবে?
আজ শুধু মনে হাজারো প্রশ্ন করি আমি।
তাপরও আত্মা আজ তোমাকে দিলাম ছুটি
তোমাকে ধরে রাখার সাধ্য,ইচ্ছা আর জোড়
কারো হবে না একটুও কখনো,
তাই আত্মা তোমার মনের মতন করে
চল একে একে যেমন খুশি তেমন করে,
তাইতো তোমাকে স্বেচ্ছায় দিলাম মুক্তি
কেনোনা! তুমিতো শুনবে না কারো যুক্তি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট