উদাস কবির আত্মকথা
হাসান মাহমুদ
জীবন থেকে পালিয়ে কি থাকা যায়?
ক্লান্ত আমি শুধু পালাতে চায়।
আমি এক পথিক, দিশাহীন,
পথ জানা নেই—জানি না গন্তব্য কোথায়।
ঘরহারা, সর্বহারা, আমি একা—
কোন উদাস কবির নিঃশব্দ কবিতা ।
আমি ঘুমহীন রাত্রি জেগে থাকি,
পূর্ণ চাঁদকে চন্দ্রগ্রহণে ঢাকি।
দুঃস্বপ্ন দেখে হঠাৎ জেগে উঠি,
আমি নষ্ট ফুলের মধু লুটি।
মধুর নেশায় মাতাল হয়ে,
ছুটি আমি সেই ফুলের রেণু লয়ে।
শত অভিযোগ, শত অপমান—
জীবন শুধু টেনে আনে পিছুটান।
মৃত্যুর আলিঙ্গনে শুনি মুক্তির গান,
তাল-লয়, সুরের যত ব্যবধান।
জীবনী থেকে ঝরে যায় প্রাণ,
ক্লান্ত আমি খুঁজি অবসান।