রাষ্ট্রের কর্ণধারদের প্রতি
অথই নূরুল আমিন
বিস্তারিত বলতে চাই। মনে রেখে সাহস
রাষ্ট্র নিয়ে কথা বলা এ যেন দুঃসাহস
সবিনয়ে সবার কাছে এতটুকু বলতে চাই
বাঙালির সব ইতিহাস ও কৃষ্টি যে না হারাই।।
সেই যে ৪৭ ও ৭১ না হয় থাকুক চব্বিশ
এখানে কোন বাঁধা নেই, মাস হোক ছয়ত্রিশ
থাকতে হবে সকল দেশাত্মবোধক গান
থাকতে হবে কবিতা ছড়া গল্প অভিধান।।
বাঙালির চেতনা থাকুক সদায় জাগ্রত
হাডুডু ফুলবলসহ থাকুক খেলা আছে যত
সকল ধর্ম থাকুক ভ্রাতৃত্ব থাকুক একতা
কথায় কাজে বেড়ে চলুক মায়া মমতা।।
যুগে যুগে সর্বক্ষেত্রে চলুক না সদায় প্রীতি
এক মনে মিলেমিশে থাকুক না ধর্মও জাতি
মানুষ বুঝে পরিচয় হোক সকল পথে ঘাটে
জাতি ধর্ম নাই ভেদাভেদ সকল খেলার মাঠে।।
ইতিহাস হোক সাদা মনে যার যতটুকু পাও না
সেখানে যেন না হয়। কোনরকম কোন ছলনা
আগামী প্রজন্ম যেন ইতিহাসকে করে সম্মান
এরকম একটি সমাজ হোক। সদায় হোক কল্যাণ।