মাদার তেরেসা
স্বর্ণাতালুকদার
জগতে পরিচিত হয়ে আলোক বর্তিকা
সমাজে সম্মানিতা দয়া মহানুভবতা, হারাইনি বিস্মৃতির আঁধারে
করেছেন কাজ বিশ্ব হিতের তরে।
কতনা মানুষ হয়েছে সুস্থ তাঁর কৃপা ভরে
তিনি ছিলেন মহান সেবা প্রদানকারী
নভেল পরিবারে জন্ম নিয়ে ও হিতকারী।
জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসা জানাই
মাতা সশ্রদ্ধ প্রনাম তোমায়,
তুমি হয়ে আছে ইতিহাসে প্রেরণা
তোমার অবদান ভুলা যায়না।
জগতে তুমি করুণার
জন্ম তোমার সার্থক ভুবন
সকলের তরে সকলে রইবো
সাম্য মৈত্রীর গান সদা গাইবো।
করনি কোন ভেদাভেদ ভুল ভ্রান্তি
সেবাই ধর্ম তোমার পরম শান্তি
গাই তোমার জয়ধ্বনি,
অপূর্ব সুধা তেমার নির্ঝরণী।