বানর বসছে সিংহাসনে
হাসান মাহমুদ
বানর বসছে সিংহাসনে,
করবে দেশে রাজ,
সুশীল সমাজ মুখ ঢাকে,
কপালে পরে ভাঁজ ।
পশুর মাঝে বানর রাজা,
চামচিকারা পাচ্ছে মজা,
সুশীল যদি সত্য বলো—
রাষ্ট্রদ্রোহে হবে সাজা।
মানুষ যখন বন্য প্রাণী
পশু-পাখি রাজা রাণী
সবাই তাহার করে গোলামী
না হয় করে চামচামি।
সুশীল জনের সভায় দেখি
আজব ব্যাপার সব মেকি
ভদ্রতার মুখোশ পরে,
তবু বানর তুষ্ট করে।
শেষে প্রশ্ন জাগে মনে—
সভ্য কোন জনে?