পাখি
স্বর্ণা তালুকদার
দুষ্টু মিষ্টি ছোট-বড়
নানান রকম পাখি,
মিষ্টি রোদে যতনে আমি
বন্দী করে রাখি।
থাকতে চাও না পরাধীন,
উড়বে ডানা মেলে—
সন্ধ্যা হলে ফিরবে নীড়ে
ফিরবে হেসে খেলে।
পাখিদের প্রতি ভালোবাসা
কিচিরমিচির ডাকে,
ভোরবেলা ঘুম ভাঙিয়ে
আকাশ জুড়েই থাকে।