এলো মোহাম্মাদ
শাকেরা বেগম শিমু
আকাশ হাসে, পাঁথার হাসে,
ধরায় খুশির জোয়ার ভাসে,
উঠলো খুশির ঢেউ,
রহমতেরই বৃষ্টি নিয়ে
আসলো বুঝি কেউ।
আরব মরুর ধূঁসর বুকে,
সে দিয়েছে পুলক ফুঁকে,
কে এসেছে আজ?
যার আগমন ছড়িয়ে দিলো
ধরায় পুষ্পসাজ!
মা আমিনার কোলে এলো,
সকল আঁধার ঘুচে গেলো,
বৃক্ষলতা হাসে,
প্রকৃতি আজ মত্ত হলো
আনন্দ উল্লাসে।
দূরগগণে তারা ভাসে,
ঝলমলিয়ে আরো হাসে,
জোছনাভরা চাঁদ,
রবের বাণী ধরায় নিয়ে
এলো মোহাম্মাদ।