এই বসন্ত
হাসান মাহমুদ
এই বসন্ত তোমার জন্য
উৎসবের দিন,
তুমি বাসন্তি রঙ্গে রঙ্গিন।
উৎসবের দিন,
তুমি বাসন্তি রঙ্গে রঙ্গিন।
আমি ক্ষত-বিক্ষত, রক্তাক্ত,
আমি চির-বিরহী,
হৃদয় হয়েছে ক্ষত।
আমি চির-বিরহী,
হৃদয় হয়েছে ক্ষত।
তুমি বসন্ত-উৎসবে
চিরকাল রবে,
নন্দিত নিন্দা—আমারই হবে।
চিরকাল রবে,
নন্দিত নিন্দা—আমারই হবে।
আজ ফাগুনের আগুন-দিন,
রক্তে শোধ করিব
আমার যত ঋণ।
রক্তে শোধ করিব
আমার যত ঋণ।