1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.) / ইকবাল জিল্লুল মজিদ

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

কবিতা – বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)

ইকবাল জিল্লুল মজিদ

 

অন্যায়ের অন্ধকারে ডুবে ছিল দুনিয়া,

মানুষ হারিয়েছিল ন্যায়ের আলো,
অধিকার ছিল ধনী-গরীবের মাঝে বিভক্ত,
শুধু অশ্রু বয়ে যেত অসহায়ের গালে।
সেই সময় এলেন এক মহামানব—
হে বিশ্ব নবী, তোমার আগমনেই ভোর হলো নতুন,

তুমি ভেঙে দিলে জাহেলিয়াতের শেকল,
আরব ভূমি পেল ন্যায়ের দিশারী পথচিহ্ন।
সালাম, হে রাসুলুল্লাহ (সা.)
তোমার প্রতি কোটি কোটি সালাম,
যিনি প্রতিষ্ঠা করলেন মানবাধিকার—
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান।

তুমি নারীকে দিলে সম্মান,
শিশুকে দিলে নিরাপদ আশ্রয়,
দাসকে মুক্তির আলো, গরীবকে মর্যাদা,
মানুষ হলো মানুষ—অধিকারে এক স্রোতস্বিনী ধারা।

তুমি গড়লে রাষ্ট্র মদিনার বুকে,
যেখানে দুর্বলও পেল নিরাপত্তার অধিকার,
ন্যায় ও সহিষ্ণুতার ছায়ায় দাঁড়াল আরব জাতি,
অন্যায়ের রাত ভেঙে জন্ম নিল সভ্যতার নতুন ভোর।

তোমার আদর্শে আরব জাতি মাথা তুলে দাঁড়ালো,
অপমানিত জাতি পেল নেতৃত্বের আসন,
তুমি মানুষকে শিখালে ঐক্যের শক্তি,
যেখানে ধনী-গরীব সবাই দাঁড়ালো এক কাতারে।
তোমার দয়া ছিল সমুদ্রের মতো,
ক্ষমা ছিল মরুভূমির বাতাসের মতো বিস্তৃত,
যারা পাথর ছুঁড়েছিল, তুমি ক্ষমা করলে—
তাদের বুকে ঢেলে দিলে মায়ার অমৃত।

হে বিশ্ব নবী!
তুমি শুধু মুসলিমদের নও—
সকল ধর্মের, সকল মানুষের
অধিকার প্রতিষ্ঠার মহান প্রেরণা।
আজও তোমার নাম শুনলেই চোখে আসে পানি,
কারণ তুমি সেই আলো—
যার ছায়ায় পৃথিবী খুঁজে পায় শান্তি,
মানবতার শিরোমণি, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)।

সালাম, সালাম, হাজারো সালাম—
মানবতার নবী, ন্যায়ের নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট