মধু পূর্ণিমা
স্বর্ণা তালুকদার
================
মধু পূর্ণিমা তিথি অতি পুণ্যক্ষণ
ধরণীতে চাঁদের আলো অতি শোভন
এমন পূর্ণিমার দিনে শুভক্ষণে
বৃক্ষ হতে মধুচাক আহরণে
গজ বানর করেছিল বুদ্ধকে মধুদান
ক্ষুদ্র বানর দান দিয়ে আনন্দ মনে
অতি খুশিতে প্রাণ ত্যাগ করে
জন্মিলো স্বর্গতে পুণ্য অর্জনে
আজ সেই শুভক্ষণ পরম সুন্দর
সাধুবাদে হয়ে যায় ভুবন মুখর
পুণ্য কাজে মরণে হবে সুগতি
পাপ হতে পাবে নিষ্কৃতি।