1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

বাংলা, বাঙালি ও ক্ষুধার্ত – অথই নূরুল আমিন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

বাংলা, বাঙালি ও ক্ষুধার্ত
অথই নূরুল আমিন

আমরা হাজার বছর ধরে ক্ষুধার্ত আছি,
চরম ক্ষুধার্ত। কেউ খেয়েও ক্ষুধার্ত,
কেউ কেউ আজীবন না খেয়েই ক্ষুধার্ত।।

তবে বিগত চুয়ান্ন বছর ধরে এক পা দু’পা করে
স্বাধীন নামের বিনে-সুতার মালাটি গলে পড়ে,
গোটা জাতির একটা বৃহৎ অংশ দাস হয়ে যাই।।

বিগত চুয়ান্ন বছর ধরে ধনীরা ধনী হচ্ছে,
তাদের বংশধরেরা, আত্মীয়রা, শ্বশুরালয় পর্যন্ত—
আর আমরা সত্যি সত্যি না-খাওয়া ক্ষুধার্ত।।

স্বাধীনতার পর থেকে একটা শ্রেণি শাসক সেজে
শোষণ করছে—এ যেন চোখের সামনে থেকেই,
এখানে ভুক্তভোগী আমরা সবাই নির্বাক আতঙ্কে।।

আমরা ক্ষুধার্ত শুধুমাত্র ডাল-ভাত খাওয়ার অপেক্ষায়,
অথচ ওরা বেসামাল ক্ষুধার্ত—দানব, রাক্ষস, খোক্ষস;
পাহাড়, নদী, সাগর ভক্ষণ করেই চলছে দিবানিশি।।

একটি ব্যাংকের হাজার কোটি টাকার মালিক তারা,
তারপরও টেন্ডারটা তাদেরই লাগবে—দেওয়ানা।
অথচ আমাদের দৈনিক বারোশ টাকা বেতনেই চলে।।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট