
২৫শে ডিসেম্বর বড়দিন
যীশু, তোমার জন্মদিন।
জন্মেছিলে জেরুজালেমে ইহুদি পরিবারে,
যীশুর ত্যাগের নীতিকে স্মরণ করি।
বড়দিন হোক সকলের দিন,
শেষ হোক পুঁজিবাদ দখলের দিন।
অসীম আনন্দ উৎসবের দিন,
চারদিকে উৎসব-অনুষ্ঠানের আয়োজন।
বড়দিনের আনন্দ সান্টা ক্লজের উপহারে,
ক্রিসমাস ট্রি আরও আনন্দের সুরে।
বড়দিনে অন্যায় দূর হোক যীশু-অন্তপ্রাণে,
যীশু প্রাণ ত্যাগ করেছিল তীব্র কষ্ট নিয়ে।
যীশুর নীতিকে শ্রদ্ধা ও সম্মান করি
আজ এই শুভ বড়দিনে।