
আমার সোনা
চাঁদের কণা,
আমার গায়ের
রক্তে বোনা।
আমার সোনা
সোনার সোনা,
সোনা কি আর এত দামি
আমার সোনা যত দামি।
আমার সোনা যাদুটোনা
তোতা হীরামন,
আমার সোনা হীরে মানিক
সাত রাজার ধন।
সূর্যের হাসি ম্লান হয়ে যায়
আমার সোনার হাসিতে,
আমার সোনার জন্যে পারি
অনন্তকাল বাঁচিতে।