1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

অয়নান্ত /সাঈদা আজিজ চৌধুরী

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
সাঈদা-আজিজ-চৌধুরী
সাঈদা-আজিজ-চৌধুরী

অয়নান্ত
সাঈদা আজিজ চৌধুরী

মহীরুহের গভীরে হৃদয় খুঁড়ে আসন,
ভেবেছি অনন্তকাল ধরে বৃক্ষটি আশ্রয়, প্রশ্রয়।
রোদ, বৃষ্টি, ঝড়ে, মেঘের ডানায় অদৃশ্য সিংহাসন;
দুঃখ, বেদনা শুষে সালোক-সংশ্লেষণ।

সেখানে কলস্বরে নদীর গান, সমুদ্রের তরঙ্গ;
ভোরের সূর্য, রাতের চাঁদ—সৌন্দর্যের আধার।
পাহাড়ী মেঘের জমাট কলরব, শিশির বিন্দু,
লাল, নীল, গোলাপি বসন্ত, অগাধ সিন্ধু।

নির্দ্বিধায় সকল ব্যথার উপসর্গ, অনুসঙ্গ;
জীবনের সব কাঁটা বিঁধে নেয় নিজ দেহে।
আর আমি—কখনো গোলাপ, কখনো অলকানন্দা,
কখনো বর্ষার ফুল, বসন্তের কুসুমকুমারী ললিতা।

তারপর দূরগামী জাহাজের মাস্তুল, টলমল জল;
বিকট চিৎকার বুকের ভেতর—শুনতে পেলাম কেবল আমি।
অনিশ্চিত আগামী, অস্ফুট, অস্থির মেঘলা সকাল;
জোনাকের সাথে রাত জাগে, জাগে স্বাতী নক্ষত্র।

মহীরুহের শস্যদানা, দেহের ভেতর ঠিকানা,
কুসুমকুমারী মৃত্তিকা—বট পাকুড়ের হাজার ঝুড়ি।
নৃশংস দেবতাদের বৃক্ষ কাটার শব্দ শুনি;
অয়নান্তের মহোৎসব—উদাস বৃক্ষের নিঃশ্বাস গুনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট